শ্রীমঙ্গলে স্কুল ছাত্রীকে বালুবাহী  ট্রাকের চাপায় আহতের ঘটনায় মানববন্ধন

শ্রীমঙ্গলে স্কুল ছাত্রীকে বালুবাহী  ট্রাকের চাপায় আহতের ঘটনায় মানববন্ধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : শ্রীমঙ্গলের ভুনবীতে অবৈধ্য বালুবাহী ট্রাকের চাপায় প্রথম শ্রেণির ছাত্রী শিশু রুমকি আক্তারকে গুরুতর আহত করার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। 

গতকাল সোমবার সকালে উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে ব্যানার নিয়ে রাস্তার দুই পাশে দাড়িয়ে শিশুরা বিভিন্ন দাবিতে শ্লোগানও দেয়।

এদিকে একই দাবিতে গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার।  
অভিভাকরা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনে কিছু লোক বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষেত কৃষি রাস্তাঘাট যেমন নষ্ট হচ্ছে তেমনি অবৈধ বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে জানমালের ক্ষয়ক্ষতির আতংকে দিন কাটছে এলাকাবাসীর। 
এব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পিনাকী দেব নাথ বলেন, এলাকার যত্রতত্র ঘাট বানিয়ে একশ্রেণি অসাধু বালু ব্যবসায়ীরা দেদারসে বালু তুলছে এবং বেপরোয়াভাবে ট্রাকে করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে যাচ্ছে। মানববন্ধনের প্রতি একাত্মতা জানিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিবাকরাও উপস্থিত ছিলেন।