শাল্লায় আব্দুল মান্নান চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন 

শাল্লায় আব্দুল মান্নান চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন 

শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: শাল্লা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত আব্দুল মান্নান চৌধুরীর নামে ভাটি বাংলার শিক্ষার বিস্তারে শাল্লা, দিরাই, আজমিরীগঞ্জ, বানিয়াচং, খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স্কুলের পঞ্চম ও অষ্টম শ্রেণীর ৮শ’ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় ও গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আব্দুল মান্নান চৌধুরী মেধাবৃত্তি প্রদান করা হয়।
উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, ভাটি বাংলা কলেজের অধ্যক্ষ রন্টু কুমার দাস, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলা উদ্দিন,  থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।

সভাপতির বক্তব্যে আল আমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট হাওর অঞ্চল গড়ার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষা বিস্তারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় বক্তারা পিতার নামে মেধাবৃত্তি চালু করায় পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) এর ভূয়শী প্রশংসা করেন। পাশাপাশি তারা মেধাবৃত্তির সংখ্যা আরো বাড়ানোর আহ্বান জানান। 

গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আব্দুল মান্নান চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষার সচিব আরিফ মুহাম্মদ দুলাল। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৬০জন শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।