শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকান্ড, ২টি ট্রান্সফরমার ভস্মীভুত

রয়েল ভিউ ডেস্ক:
হবিগঞ্জের শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দুইটি ট্রান্সফরমার ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভুত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই ঘন্টা চেষ্টার পর দমকল বাহিনীর ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায়নি। 

কেন্দ্রের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান প্রাথমিকভাবে ধারনা করছেন শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। একটি অসমর্থিত সূত্র জানায় ট্রান্সফরমারের কাছে গজিয়ে উঠা ঘাস ও আবর্জনা পুড়িয়ে ফেলার সময় হঠাৎ আগুন একটি ট্রান্সফরমারের সংস্পর্শে আসে। মুহূর্তে মধ্যে আগুন পাশ্ববর্তী আরেকটি ট্রান্সফরমার, এসটিজি হল ও কন্ট্রোল রুমে ছড়িয়ে পড়ে। 

সংশ্লিষ্ট সূত্র জানায় ওই কেন্দ্রে ১১০ মেগাওয়াটের দুটি গ্যাস টারবাইন  ও একটি ১১০ মেগাওয়াট ষ্টিম টারবাইন রয়েছে। আগুনে ওই কেন্দ্রের কী পরিমান ক্ষতি হয়েছে তা ঢাকা থেকে  বিশেষজ্ঞ টিম আসার পর নিরুপন করা যাবে। 

এদিকে আগুনের খবর পেয়ে হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ থেকে ৫টি দমকল  ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। একপর্যায়ে পাশে থাকা আরএফএল কোম্পানির অগ্নি নির্বাপক বিভাগের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। অগ্নিকান্ডের পর থেকে জাতীয় গ্রীডে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান।