শাহজালাল (র.)’র ওরস শুরু কাল

শাহজালাল (র.)’র ওরস শুরু কাল

রয়েল ভিউ ডেস্ক :
হযরত শাহজালাল (রহ.)-এর ৭০২ তম বার্ষিক ওরস শরিফ মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ এর কারণে স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বৃহস্পতিবার সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে।

মাজারে গিলাফ চরানো কর্মসূচির পাশাপাশি খতমে কোরআন সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে। করোনা ভাইরাসের কারণে আশিকান, ভক্তবৃন্দকে মাজারে শরীক না হয়ে ঘরে নিজ নিজ ঘরে বসে পালনের পরামর্শ দেয়া হয়েছে। 

দরগাহে হযরত শাহজালাল (রহ.) এর  মোতাওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ্ আল আমান এ আহ্বান জানান। 

দরগাহের খাদেম সামুন মাহমুদ খান  বলেন, স্বাস্থ্যবিধি মেনে রেওয়াজ অনুযায়ী ওরস উপলক্ষে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে দরগাহ কর্তৃপক্ষ। শুক্রবার দিবাগত রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ওরস শেষ হবে বলে জানান তিনি।