সংকটাপন্ন পেলে

সংকটাপন্ন পেলে
ফাইল ছবি

রয়েল ভিউ ডেস্ক:
হাসপাতাল থেকে এক দিন আগেই ভক্তদের বার্তা দিয়েছিলেন পেলে। বলেছিলেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। ভয়ের কিছু নেই। কিন্তু এখন ভিন্ন খবর মিলছে। তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তির শারীরিক অবস্থা আরও সংকটজনক বলে খবর।

ব্রাজিলের সংবাদপত্র ‘ফোলহা ডে সাও পাওলো’ জানিয়েছে, কেমোথেরাপি কাজ করছে না পেলের শরীরে। তাকে এখন রাখা হয়েছে ‘প্যালিয়াটিভ কেয়ার’-এ।

৮২ বছর বয়সী পেলে দীর্ঘদিন ধরেই অসুস্থ। ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। গত মঙ্গলবার হৃদ্‌যন্ত্রের সমস্যা ও শরীর ফুলে যাওয়ায় সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে।

হাসপাতাল সূত্রে খবর, এর আগে বিভিন্ন কারণে পেলেকে হাসপাতালে ভর্তি করানো হলেও শরীর ফুলে যাওয়ার ঘটনা এই প্রথম হয়েছে।

অথচ শুক্রবার পেলে ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন। লিখেছিলেন, ‘বন্ধুরা, আমি হাসপাতালে মাসিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এসেছি।’

ভক্তদের ধন্যবাদ জানিয়ে পেলে আরও লিখেছেন, ‘আপনাদের কাছ থেকে পাওয়া অসংখ্য ইতিবাচক বার্তা পাওয়া সব সময়ই দারুণ। সে জন্য ধন্যবাদ। কাতারকেও ধন্যবাদ আমাকে এভাবে শ্রদ্ধা জানানোর জন্য।’