সিলেটে নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংগঠনের কর্মীদের দেশ ও জনগণের  কল্যাণের রাজনীতি করতে হবে 

সংগঠনের কর্মীদের দেশ ও জনগণের  কল্যাণের রাজনীতি করতে হবে 

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সিলেট জেলা ও মহানগরসহ বিভিন্ন স্থানে বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে সংগঠনটি। 
এ উপলক্ষে সিলেটে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  আলোচনা সভায় বক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের বীজ বপন করেছিলেন। তাঁর সংগঠন হলো ছাত্রলীগ। এই সংগঠন হচ্ছে বাংলাদেশ তৈরির ইতিহাস, এগিয়ে যাওয়া দেশের ইতিহাস। ছাত্রলীগ শিক্ষা-শান্তি-প্রগতির প্রতীক। তাই প্রতিটি ছাত্রলীগ কর্মীকে হতে হবে আদর্শ শিক্ষায় শিক্ষিত এবং আদর্শিক রাজনীতিবিদ। ছাত্রলীগকে নিজের স্বার্থ উপেক্ষা করে দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে। যেমনটি অতীতেও করেছে। মাতৃস্নেহ দিয়ে ছাত্রলীগকে মূল্যায়ণ করেন বঙ্গবন্ধু কন্যা বাংলদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আদর্শ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দলের শৃঙ্খলা ঠিক রেখে রাজনীতি করার শিক্ষা নিয়ে সবাইকে নিজ অবস্থানে থেকে সঠিক দায়িত্ব পালন করতে হবে।
সিলেট জেলা ছাত্রলীগ ॥শিক্ষা, শান্তি প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো সিলেট জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলা ১টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হুসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার। 
র‌্যালী ও সমাবেশে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ, মহানগর আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য তপন মিত্র, সদস্য  রাহাত তরফদার, এমরুল হাসান, জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি- আফসার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হুসেন, মহানগর সেচ্ছাসেবকলীগ সহ সভাপতি এম. রশিদ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক সম্পাদক রুমেল সিরাজ প্রমুখ। 
সিলেট মহানগর ছাত্রলীগ ॥  বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সিলেট মহানগর ছাত্রলীগ। এ উপলক্ষে গত সোমবার দিনগত রাত ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কাটা হয়। বিকেল ৩টায় সিলেট রেজিস্ট্রারী মাঠে বেলুন উড্ডয়ন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। 
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার, কৃষি ও সমবায় সম্পাদক তপন মিত্র, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রবিন, মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার, সদস্য এমরুল হাসান, সদস্য জাহিদ সারওয়ার সবুজ, মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, মহানগর শ্রমিকলীগ সভাপতি শাহরিয়ার কবির সেলিম, জেলা স্বেচ্ছা সেবক লীগ সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু, সাবেক ছাত্রনেতা ফারুকুল ইসলাম ফারুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে, শামসুল ইসলাম মিলন, অরুন দেবনাথ সাগর, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুুল বাসিত রুম্মান, সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষার প্রমুখ। অনুষ্ঠানে ২৭টি ওয়ার্ড ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাতে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিধান কুৃমার সাহা, সিলেট জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকার, যুক্তরাজ্য আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার উজ জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের, মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক সারব আলী,  মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান, দপ্তর সম্পাদক মহসিন কামরান, মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি, মহানগর আওয়ামীলীগের সদস্য জাহিদ সারোয়ার সবুজ, জুমাদিন আহমেদ, রাহাত তরফদার, ইমরুল হাসান প্রমুখ। 
সিকৃবি॥ সিকৃবি প্রতিনিধি জানান, নানা কর্মসূচির মধ্যে দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ( সিকৃবি) বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার আনন্দ  শোভাযাত্রার আয়োজন করে সিকৃবি ছাত্রলীগ নেতা-কর্মীরা। 
শোভাযাত্রা সিকৃবির কাঁঠাল চত্ত্বর থেকে শুরু হয়ে সিকৃবির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহিদ মিনারে এসে শেষ হয়। শোভাযাত্রার শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এর পর সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে সিকৃবি ছাত্রলীগ। এতে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।
বিয়ানীবাজার: বিয়ানীবাজারে আনন্দ উৎসবের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী ছাত্রলীগের ৬ গ্রুপ (রিভারবেল্ট, জামাল, পাভেল, স্বাধীন, মূলধারা ও জয় বাংলা গ্রুপ) পৃথকভাবে কেক কর্তন, আনন্দ শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে  বিভিন্ন গ্রুপের পৃথক কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহমদ হোসেন বাবুল, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন খসরু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি খছরুল হক খসরু প্রমুখ। 
এছাড়া, পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য মোহাম্মদ পাভেল মাহমুদ, মধ্যপ্রাচ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন, আমান উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক মাহবুব হোসেন জুয়েল, উপজেলা যুবলীগ নেতা জাহিদ আহমদ রাজু, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কেএইচ সুমন, সাবেক ছাত্রলীগ নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী হাসান রেজা, আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা আব্দুল হাসিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা শিব্বির আহমদ প্রমুখ।