সিলেট সিটির নতুন মেয়র আনোয়ারুজ্জামান  চৌধুরীর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান আজ 

সিলেট সিটির নতুন মেয়র আনোয়ারুজ্জামান  চৌধুরীর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান আজ 

রয়েল ভিউ ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্বগ্রহণ করবেন আজ। দায়িত্বগ্রহণের পূর্বে রয়েছে কিছু আনুষ্ঠানিকতা।


তারমধ্যে বিকেল তিনটায় রয়েছে নগরভবন প্রাঙ্গণে সুধী সমাবেশ। সেই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।


এর আগে দুপুর আড়াইটায় নগরভবনে মেয়র কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জমান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দিবেন। এরপর নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দকে নিয়ে নগরভবন প্রাঙ্গণে সুধী সমাবেশে যোগ দিবেন মেয়র।
বাদ জোহর আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলরবৃন্দ হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করবেন। এরপর বিশেষ মোনাজাত শেষে তারা আড়াইটার আগে নগরভবনে পৌঁছাবেন।


এদিকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণের প্রাক্কালে সিলেটবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবার দোয়া চেয়েছেন।
গত ২১ জুন অনুষ্ঠিত হয় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।