সততার সাথে ব্যবসা করলে সফলতা আসবেই : আসাদ উদ্দিন আহমদ

সততার সাথে ব্যবসা করলে সফলতা আসবেই : আসাদ উদ্দিন আহমদ

সিলেট চেম্বার অব কমার্সের সাবেক প্রশাসক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ বলেছেন, সততার সাথে ব্যবসা করলে সফলতা আসবেই। তিনি বলেন, সিলেটের মুদ্রণ জগতে গ্রাফিক্স জোন সফলতার স্বাক্ষর রাখছে। গত শুক্রবার নগরীর একটি হোটেলে প্রিন্টিং প্রতিষ্ঠান গ্রাফিক্স জোনের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

সিলেট ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি ও মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রথমে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সোহেল আহমদ। অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি আমিনুল হক বেলাল, সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সহ-সভাপতি জি কে মাশুক, সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কামাল আহমদ, প্রাকৃত প্রকাশ স্বত্বাধিকারী কবি মামুন সুলতান, আলিম ইন্ডাস্ট্রিজ এজিএম (প্রোডাকশন) সৈয়দ মনজুর রাশেদ, শাহজালাল সিটিপি স্বত্বাধিকারী আজহারুল ইসলাম চৌধুরী, হোটেল গার্ডেন ইন এর জিএম মো: আব্দুল মুমিত,  রাজমহল সুইটস্ এন্ড ফায়ার ফুডস এর এমডি মির্জা এম বেলাল আহমদ, মেরিডিয়ান ফুডস্ এর চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী, সিলেট মহানগর জাতীয় পার্টির সভাপতি এডভোকেট ছালেহ আহমদ চৌধুরী। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক নেতা ও গ্রাফিক্স জোন অফসেট প্রেসের সিনিয়র মেশিন অপারেটর এ.কে আজাদ সরকার, দৈনিক বিজয়ের কণ্ঠের নির্বাহী সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, বাংলাদেশ বিচিত্রার সিলেট বিভাগীয় প্রতিনিধি আলিম উদ্দিন আলম, মেডিকেয়ার এমডি মো: সবুজ রানা, উদ্দীপন এর আরএম দেলওয়ার হোসেন, নকঁশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  মাজহারুল ইসলাম জয়নাল, আলমগীর কবির প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লোকাল মার্কেটে এখন মুদ্রণচাহিদা আগের চেয়ে অনেক বেশি। কিন্তু অপ্রতুল যোগান, গুণগত মানের ঘাটতি রয়েছে। এই অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা তাদের সেবার মান উন্নয়নের পাশাপাশি ব্যবসাকে জনবান্ধব করে তোলার আশা ব্যক্ত করেন তারা।-বিজ্ঞপ্তি