সিদখাই মসজিদ কমিটির বিরুদ্ধে প্রকাশিত  সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিদখাই মসজিদ কমিটির বিরুদ্ধে প্রকাশিত  সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : কয়েকটি অনলাইন পোর্টালে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ৬ মে সিদখাই জামে মসজিদের জায়গা বিক্রি ও টাকা আত্মসাতের বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছে। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিদখাই জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল কদ্দুস ও ক্যাশিয়ার মাহমদ আলী। 
লিখিত প্রতিবাদ লিপি সূত্রে জানা যায়, সিদখাই গ্রামের আজির উদ্দিনের ছেলে রুমান আহমদ স্ব প্রণোদিত হয়ে মিথ্যা, ষড়যন্ত্রমূলক, বানোয়াট মনগড়া মসজিদের জমি বিক্রি হয়েছে বলে দলিল লেখক ও ক্রেতার নাম উল্লেখ করা হয়েছে; তা সম্পূর্ণ মিথ্যা। আদৌ মসজিদের কোন জমি বিক্রি করা হয়নি। এছাড়া, যে ক্রেতার নামে গত ২৪ মার্চ জমি বিক্রির কথা লেখা হয়েছে সেই ক্রেতা সিরাজুল ইসলাম ২২ মার্চ সৌদি আরব গেছেন এবং দলিল লেখক ছালিক আহমদ তা অস্বীকার করেছেন। 

সংবাদে মসজিদের টাকা আত্মসাতের বিষয়ে বলা হয়েছে তা মিথ্যা। বিগত কয়েক মাস আগে দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, ইউপি সদস্য সমুজ আলী, সমাজ সেবক আব্দুস সালাম, জুনু মিয়াসহ এলাকার গণ্যমান্য লোকের উপস্থিতিতে মসজিদের ক্যাশের হিসাব করা হয়েছে, সেখানে কোন গড়মিল পাওয়া যায়নি। মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে বিগত ২ জুন ২০২১ তারিখে জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন এলাকার মানুষের উপস্থিতিতে শান্তিগঞ্জ থানায় মসজিদের জমি সংক্রান্ত বিষয়টি আপোসে নিষ্পত্তি হয়েছিল।

সিদখাই জামে মসজিদ কমিটির মোতাওয়াল্লি আব্দুল কদ্দুছ জানান, একটি কুচক্রী মহল ষড়ষন্ত্রমূলকভাবে আমি সহ কমিটির সদস্যদের সম্পর্কে মিথ্যা বানোয়াট ও মনগড়া তথ্য দিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার করে আমাদের মানহানি করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।