সন্ত্রাসী হামলায় আহত গোলাপগঞ্জের মিছবাহ উদ্দিনের মৃত্যু

সন্ত্রাসী হামলায় আহত গোলাপগঞ্জের মিছবাহ উদ্দিনের মৃত্যু

রয়েল ভিউ ডেস্ক : অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে দু’দিন চিকিৎসাধীন থাকাবস্থায় মারা গেলেন গোলাপগঞ্জের মিছবাহ উদ্দিন (৫০)। গত বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি উত্তর রায়গড় উড়ইকান্দি গ্রামের আফতাব উদ্দিনের বড় পুত্র।
 
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মিছবাহ উদ্দিনকে গত সোমবার রাতে সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পাশের রাস্তায় সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে অবগত করলে পুলিশ তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এরপর হাসপাতালে দু’দিন চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি গত বৃহস্পতিবার বিকেল ৫টায় মৃত্যুবরণ করেন।

এদিকে মিছবাহ উদ্দিনের পিতা আফতাব উদ্দিন দাবি করেছেন, তার পুত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ সুষ্ঠু তদন্ত করলে এ ঘটনার সাথে কে বা কারা জড়িত তা বেরিয়ে আসবে। তিনি বলেন, আমার ছেলে মারা যাওয়ার আগে অনেক তথ্য দিয়েছে। আমি তথ্যগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করবো। এ ঘটনায় তিনি কতোয়ালী থানায় একটি অভিযোগ করবেন বলেও জানান। 

কোতায়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। যদি দেন তাহলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।