সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ  ইউনিটে চলছে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন 

সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ  ইউনিটে চলছে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন 

রয়েল ভিউ ডেস্ক: প্রতি বছরের ন্যায় এবারও সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট আয়োজন করেছে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ২০২৩। চলতি মাসের ১৩ তারিখ (শনিবার) থেকে ২৬ তারিখ (শুক্রবার) পর্যন্ত, দুই সপ্তাহব্যাপী চলমান ক্যাম্পেইনে সন্ধানী অফিসে হেপাটাইটিস-বি, জরায়ুমুখ ক্যান্সার, নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা ভ্যাক্সিন প্রদান করা হচ্ছে।

প্রতিদিন বেলা দেড়টা থেকে আড়াইটা ও সন্ধ্যা ৭ টা থেকে ৯টা পর্যন্ত ভ্যাক্সিনেশন কার্যক্রম চলবে।  এ প্রসঙ্গে সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি তারেক জামিল খান নাবিল বলেন, ক্যাম্পেইন উপলক্ষে সবাইকে আমরা ফ্রি-তে  হেপাটাইটিস-বি স্ক্রিনিং করে দিচ্ছি এবং সকল ভ্যাক্সিন ফি তে নির্দিষ্ট পরিমাণ ছাড়ও রাখছি। সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক আল মাসুম বলেন, আমরা সারাবছর মানুষকে ভ্যাক্সিন-সেবা প্রদান করে থাকি। এ ধরনের ক্যাম্পেইনিং আমাদের একটি দায়বদ্ধতার জায়গা থেকে আয়োজন করা; যাতে মানুষ ভ্যাক্সিন গ্রহণে উৎসাহিত হয়। 

সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এর এই কার্যক্রম প্রতি বছরই অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। রোগপ্রতিরোধে কার্যকর উপায় হিসেবে ভ্যাক্সিন গ্রহণের কোন বিকল্প নেই।