সুনামগঞ্জে তিন প্রতারক গ্রেফতার

সুনামগঞ্জে তিন প্রতারক গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নসহ বেশ কয়েক জায়গায় সরকারি ঘর দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে সুনামগঞ্জ শহরের একটি অভিজাত হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার গুইয়ারচর (রসুনাথপুর) গ্রামের মৃত সাবের হোসেনের ছেলে সোয়েম আহমদ(৫০), গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের আসমান শেখের ছেলে মশিউর রহমান(৫৩) ও ময়মনসিয়হ জেলার ত্রিশাল উপজেলার কুনাখাইল গ্রামের আজিজুল হকের মেয়ে হাবিবা খাতুন (২৬)।

পুলিশ জানায়,  বেশ কিছুদিন ধরে গ্রেফতারকৃত তিনজন সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষকে সরকারি ঘর ও নলকূপ দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ৫০ জনের কাছ থেকে বেশকিছু টাকা হাতিয়ে নেয়। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সদস্য শফিকুল ইসলাম ভুক্তভোগীদের পক্ষে এ তিনজনের বিরুদ্ধে থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।