সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে তিন বাহিনী প্রধান

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে তিন বাহিনী প্রধান

রয়েল ভিউ ডেস্ক:
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও বানভাসিদের ত্রাণ সহায়তা দিতে সুনামগঞ্জ পৌঁছেনে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের মহাপরিচালক। বৃহস্পতিবার (২৩ জুন) পৃথক সময়ে তাঁরা সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ পুলিশের প্রধান বেনজীর আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সুনামগঞ্জে যান।

তাঁদের মধ্যে আইজিপি স্যার তাহিরপুর উপজেলায়, সেনাবাহিনী প্রধান ও র‌্যাবের মহাপরিচালক সুনামগঞ্জ সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন।

সুনামগঞ্জ থেকে বন্যার পানি নেমেছিল গত মাসের শেষের দিকে। কিন্তু টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় দুই সপ্তাহ পর আবার বন্যা দেখা দেয় হাওরবেষ্টিত এ জেলাতে। বর্তমানে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে আরও অনেক এলাকা। আগে থেকে প্লাবিত হওয়া এলাকায় পানি বাড়ছে।