সুনামগঞ্জের রাজনীতি থেকে  আগাছা পরিষ্কার করতে হবে : আজিজুস সামাদ আজাদ ডন

সুনামগঞ্জের রাজনীতি থেকে  আগাছা পরিষ্কার করতে হবে : আজিজুস সামাদ আজাদ ডন


শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য  আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, সুনামগঞ্জের রাজনীতি থেকে আগাছা পরিষ্কার করতে হবে। এরা আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করে মোশতাকের ভূমিকায় রয়েছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের  সংগঠকদের নাম শুনলে যাদের আঁতে ঘাঁ লাগে। এদের দমন করতে হবে।
গতকাল শনিবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুস সামাদ স্মৃতি পরিষদ আয়োজিত আব্দুস সামাদ আজাদের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মতলিবের সভাপতিত্বে সভায় প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের পুত্র ডন আরো বলেন, আমাকে অনেকেই এমপি হিসেবে দেখতে চান। এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে। তবে আমি আগে রাজনীতি থেকে জামায়াত-শিবিরের সহচরদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করে দলকে আগাছা মুক্ত করবো। ক্ষমতার প্রভাবে দলীয় নেতাকর্মীদের মামলা হামলা দিয়ে যারা হয়রানি করছেন তাদের বলবো, এবার থামুন। আর বাড়বেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতির মাঠে আছি, থাকবো।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির হোসেন মুক্তা, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ মিয়া, আওয়ামী নেতা ওবায়দুর রহমান কুবাদ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক জিল্লুল হক জিলু, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধু, সাবেক ছাত্রলীগ নেতা বরুণ কান্তি, আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের শান্তিগঞ্জ উপজেলা সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

পরে প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।