সুনামগঞ্জের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এসআই মিজান

সুনামগঞ্জের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এসআই মিজান

দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান। কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে এসআই মিজানুর রহমানকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শনিবার বিকালে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন থেকে ক্রেস্ট ও বাংলাদেশ পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সম্মাননা স্মারক এসআই মিজানুর রহমানের হাতে তুলে দেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।

এসময় উপস্থিত ছিলেন (সুনামগঞ্জ- ৪ আসনের) সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রসাশক জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র নাদের বখত, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।

পুরষ্কৃত হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে এসআই মিজানুর রহমান বলেন, কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত হতে পেরে আমি গর্বিত। এ পুরষ্কার আমাকে আগামিতে পেশাগত দায়িত্ব পালনে আরো বেশি অনুপ্রেরণা জোগাবে।