সাবেক অর্থমন্ত্রী মুহিতের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক অর্থমন্ত্রী মুহিতের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত এর রোগমুক্তি কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল করেছে আওয়ামী লীগ। সিলেট জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শাখা পৃথক এ কর্মসূচী পালন করে। দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, আবুল মাল আবদুল মুহিত সিলেটের কৃতি সন্তান। বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য, অর্থনীতিবিদ, কূটনীতিবিদ, বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। সিলেট তথা দেশের উন্নয়নে তাঁর অসামান্য অবদান রয়েছে। বক্তারা মহান এই ব্যক্তিত্বের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।

সিলেট জেলা আওয়ামী লীগ: আবুল মাল আবদুল মুহিতের রোগমুক্তি কামনায় সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার বাদ আছর সিলেট জজকোর্ট জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক ও এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল ও কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান ও সাইফুল আলম রুহেল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাকুর রহমান মফুর, হাবিবুর রহমান হাবিব, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, আনহার মিয়া, এডভোকেট নুরে আলম সিরাজী, এডভোকেট আফসর আহমদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সিলেট জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম প্রমুখ।

মহানগর আওয়ামী লীগঃ আবুল মাল আবদুল মুহিতের আশু রোগ মুক্তি কামনায় সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার বাদ আছর শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদে স্বাস্থ্য বিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ কবির আহমদ। মিলাদ ও দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সুস্থতা ও দীর্ঘায়ুসহ দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনা করা হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, মহানগর কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল আজিম জুনেল, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সুদীপ দেব, সাব্বির খান, সাইফুল আলম স্বপন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জামাল আহমদ চৌধুরী, আবুল মহসিন চৌধুরী মাসুদ, জুমাদিন আহমেদ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েক আহমেদ,পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জুয়েল আহমদ, সাবেক অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


সিলেট সদর উপজেলা আওয়ামীলীগঃ বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য,বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ। বুধবার বাদ জোহর সিলেট সদর উপজেলার টুকের বাজার তেমুখিস্থ হাজী সুন্দর আলী জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীনের সঞ্চালনায় দোয়া পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুর রহমান খোকন, সেলিম আহমদ সেলিম,এডভোকেট নুরে আলম সিরাজী,সিলেট জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহনুর,সিলেট অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ,সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মোগল গাঁও ইউপি চেয়ারম্যান মোঃ হিরণ মিয়া,সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু,ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ফজলুল করিম ফুল মিয়া, মাস্টার আব্দুস শুকুর, নুরুল ইসলাম(ইসলাম আলী), উস্তার আলী, আফতাব হোসেন সিরাজী, আব্দুর রহমান,আব্দুল মুকিত, মহি উদ্দিন, আব্দুল বাসিত, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সাবেক ছাত্রনেতা নুর হোসেন বাবু,আবুল হোসেন,আলী বাহার, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ শাহজাহান,আব্দুল হক সাধু,আব্দুর রব,লোকমান আহমদ দেলোয়ার হোসেন দিলু প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা : হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে গতকাল বুধবার বাদ মাগরিব সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ইমরান আহমদ ও কার্যনির্বাহী সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মো. রাজ্জাক হোসেন ও হাজী মিলাদ আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সম্পাদক মুফতি আব্দুল খাবির ও সাবেক কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, রাজনীতিবিদ ইফতার হোসেন পিয়ার ও এডভোকেট রাজ উদ্দিন, ক্রীড়া সংগঠক মনোজ রায় ও এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ এ. কে. এম. মাহমুদ ইমন, সিলেট বিভাগীয় দাবা কমিটির সম্পাদক রাহাত তরফদার, জুমাদিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ : গতকাল বুধবার বাদ জোহর শাহ জালাল বাজার জামে মসজিদে স্বাস্থবিধি মেনে জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মানিক মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গেদন মিয়া মেম্বার, মুহিত আলম, শফিক মেম্বার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আশক আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বুরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কছির মিয়া, বীর মুক্তিযোদ্ধা মখলিছ আলী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মন্তকা আহমদ, শরিফ আলী মেম্বার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কয়েস আহমদ মেম্বার, জেলা যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আজমান আলী, এমদাদুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, শফিক আলী, কলমদর আলী, মুক্তিযোদ্ধা সন্তান মঈন উদ্দিন, সিরাজ মিয়া, এমদাদ আলী প্রমুখ।