বীর মুক্তিযোদ্ধা মেজর  আব্দুল হাফিজ স্মরণ সভা

স্বাধীনতা যুদ্ধে বীর সন্তানদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ----------নূসরাত লায়লা নীরা

স্বাধীনতা যুদ্ধে বীর সন্তানদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ----------নূসরাত লায়লা নীরা

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নূসরাত লায়লা নীরা বলেছেন, দেশের স্বাধীনতা যুদ্ধে বীর সন্তানদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বীর মুক্তিযোদ্ধোদের জন্য দেশ আজ উন্নতির শিখরে দাঁড়িয়ে আছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, দেশপ্রেমকে কর্মজীবনে নিতে হবে। সমাজের কল্যাণে কাজ করতে হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে স্বনির্ভর দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

নির্বাহী অফিসার নূসরাত লায়লা নীরা গত বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা (অব.) সুবেদার মেজর মো.আব্দুল হাফিজ ও শিক্ষানুরাগী সদস্য সাব্বির আহমদ বাবর এর মৃত্যুতে শোক সভা ও  দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী, যুক্তরাজ্য প্রবাসী মুহিবুর রহমান, বিশিষ্ট  ব্যবসায়ী হাজী শাহাব উদ্দিন,মাসুক আহমদ। উপস্থিত ছিলেন তেতলী ইউপি সদস্য রাজা মিয়া,আক্তার হোসেন, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল মেহেদী তালুকদার, সাজিয়া খানম, শিপন রুদ্র পাল, মাওলানা জিলাল আহমদ, জিহাদ উদ্দিন, জান্নাতুল ফেরদৌস, আয়শা সুলতানা, ওয়ারিস আলী, ম্যানেজিং কমিটির সদস্য সাবেক মেম্বার আকবর আলী, মাসুদ রানা, মুরুব্ব হারুন রসিদ, ব্যবসায়ী আব্দুল আহাদ, মাসুম আলম, সমাজসেবী রুবেল আহমদ, উজ্জ্বল আহমদ, রাজন আহমদ, সুহেল ও শিপন আহমদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা জিলাল আহমদ।-বিজ্ঞপ্তি