স্বপ্নের সোনালী ট্রফি নিয়ে দেশে মেসিরা

স্বপ্নের সোনালী ট্রফি নিয়ে দেশে মেসিরা

রয়েল ভিউ ডেস্ক:
তিন যুগের অপেক্ষা মিটিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে এই শিরোপার দেখা পেল আলবিসেলেস্তারা। শিরোপা জয়ের পর থেকেই দেশে মেসি-ডি মারিয়াদের বরণ করে নিতে অপেক্ষায় ছিলেন হাজারো আর্জেন্টাইন।

মঙ্গলবার সকালে আর্জেন্টিনা ফুটবল দলকে বহনকারী বিমানটি পৌঁছেছে এজেইজার মিনিস্ট্রো পিস্তারিনি আন্তর্জাতিক বিমানবন্দরে। এরই মধ্য দিয়ে ১৯৮৬ সালের পর বিশ্বকাপের ট্রফি পৌঁছাল আর্জেন্টিনায়।

আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের ওয়েবসাইটে লাইভ কাভারেজে জানায়, সোমবার রাতে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আর্জেন্টিনার উদ্দেশে রওনা দেন মেসিরা। যাত্রাপথে ইতালির রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরে দেড় ঘণ্টার যাত্রাবিরতি ছিল।

বিশ্বকাপের ট্রফি হাতে বিমান থেকে নামছেন লিওনেল মেসি ও লিওনেল স্কালনি।
তারপরও শীর্ষে ব্রাজিল, দুইয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এজেইজা বিমানন্দরে বিশ্বকাপজয়ী দলের জন্য অপেক্ষা করছে ছাদখোলা বেশ কয়েকটি বাস। প্রথমে মেসিদের নিয়ে যাওয়া হবে এএফএর স্টেডিয়ামে। সেখানে কয়েক ঘণ্টার বিশ্রামের পর বুয়েন্স আয়ার্স থেকে ফুটবলপ্রেমীদের সঙ্গে উৎসব করতে করতে ওবেলিস্কে নিয়ে যাওয়া হবে আর্জেন্টিনা দলকে।

উল্লেখ্য, গত রোববার দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা।