সবার আগে শেষ চারে নিউজিল্যান্ড

সবার আগে শেষ চারে নিউজিল্যান্ড

রয়েল ভিউ ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকেট পেয়েছে নিউজিল্যান্ড।

সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারায় কিউইরা। এতে গ্রুপ-১ থেকে শেষ চার অনেকটা নিশ্চিত হয়ে যায় তাদের।

যতটুকু অনিশ্চয়তা ছিল সেটা কাটে আফগানিস্তানের বিপক্ষে দিনের অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হতেই।

আইরিশদের হারানোর পর নিউজিল্যান্ডের পয়েন্ট ৫ ম্যাচে ৭। তাদের সমান ৭ পয়েন্ট হওয়ার সুযোগ আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। তবে এই দুই দলই নিজেদের ম্যাচে জিতলে আসবে নেট রান রেটের হিসেব। যেখানে কিউইরা সবচেয়ে ভালো অবস্থানে।

নেট রান রেটে নিউজিল্যান্ডকে ছাড়িয়ে যেতে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জিততে হতো ১৮৫ রানে। কিন্তু তারা আগে ব্যাটিং করে ৮ উইকেটে করতে পেরেছে ১৬৮ রান। আর এতেই অফিশিয়ালি সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ডের।

৭ পয়েন্ট নিয়ে টেবিলে এখন নিউজিল্যান্ড এক নম্বরে। ৫ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তিনে এবং সমান পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে দুইয়ে। ইংল্যান্ড শনিবার খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। অস্ট্রেলিয়ার সুযোগ আগে আফগানিস্তানকে ১০৫ রানে গুটিয়ে দিয়ে নেট রান রেটে ইংল্যান্ডকে টপকে যাওয়ার।

অস্ট্রেলিয়া আফগানদের বিপক্ষে হেরে গেলে ছিটকে যাবে। সে ক্ষেত্রে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার জয়ী দল নিউজিল্যান্ডের সঙ্গে সেমির টিকেট পাবে।

আর অস্ট্রেলিয়া জিতলে অপেক্ষায় থাকতে হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ পর্যন্ত।