জালালাবাদ রোটারি ক্লাবের ৩৭তম অভিষেক সম্পন্ন

সেবার মাধ্যমে যে আত্মতৃপ্তি পাওয়া যায় এর চেয়ে মহৎ আর কিছু হতে পারে না : ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী

সেবার মাধ্যমে যে আত্মতৃপ্তি পাওয়া যায় এর চেয়ে মহৎ আর কিছু হতে পারে না : ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী

স্টাফ রিপোর্টার : রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী এমপিএইচএফ বলেছেন, সমাজের কল্যাণে রোটারিয়ানদের অবদান বিশ্বব্যাপী সমাদৃত। রোটারিয়ানরা সারা পৃথিবীতে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানবসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেবার মাধ্যমে যে আত্মতৃপ্তি পাওয়া যায় এর চেয়ে মহৎ আর কিছু হতে পারে না। 

গতকাল ২৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে রোটারি ক্লাব অব জালালাবাদের ৩৭তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুইপর্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ ও রোটারিয়ান ডা. জাকারিয়া হোসেন । অভিষেক  কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মোস্তফা কামালের পরিচালনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, পিডিজি লে: কর্ণেল এম. আতাউর রহমান পীর, লেঃ গভর্নর ডা. এম এ সালাম, এ্যাসিসটেন্ট গভর্নর মাসুদ আহমদ চৌধুরী,  এডিশনাল লেঃ গভর্নর পিপি রোটারিয়ান ওয়াহিদুর রহমান ওয়াহিদ, নবাগত ক্লাব সেক্রেটারি আব্দুল ওয়াদুদ তাফাদার ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পিপি শফিক আহমদ বক্ত। এরপর সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে রোটারি প্রত্যয় পাঠ করেন পিপি হানিফ মোহাম্মদ। করোনাকালীন মৃত্যুবরণকারী ক্লাবের সদস্য রোটারিয়ানদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রোটারিয়ান মোস্তফা কামাল। অভিষেক অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন রোটারিয়ান জে এম এইচ জে ফেরদৌস পিএইচএফ।

রোটারিয়ান ফিরোজা রহমান পিএইচএফর সম্পাদনায় অভিষেক উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২জন ছাত্র, অগ্রগামী বালিকা বিদ্যালয়ের ২জন ছাত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া ১জন প্রতিবন্ধীকে ১টি হুইল চেয়ার প্রদান করা হয়।