ডায়াবেটিক রোগীদের জন্য কালো চাল বিতরণ

মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন রোটারিয়ানরা

মানবতার সেবায় কাজ  করে যাচ্ছেন রোটারিয়ানরা

রয়েল ভিউ ডেস্ক:
রোটারি ৩২৮২ ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী এমপিএইচএফ বলেছেন, মানুষের জীবন মান উন্নয়নে রোটারিয়ানরা কাজ করে যাচ্ছে। রোটারিয়ানরা সারা পৃথিবীতে ১১৬ বছর ধরে সেবামূলক কার্য্যক্রমের মাধ্যমে মানবতার সেবায় কাজ করে সেবায়ই সুখ তা রোটারিয়ানরা উপলব্ধি করতে পেরেছে। তিনি সমাজের সকল মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।।

শনিবার(২৫ সেপ্টেম্বর) সিলেট ডায়াবেটিক হাসপাতালে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ উদ্যোগে ও পিডিজি লে: কর্ণেল আতাউর রহমান পীর-এর আর্থিক সহযোগিতায় ডায়াবেটিক রোগীদের রোগ প্রতিরোধ শক্তি উপযোগী কালো চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন।

ডেপুটি গভর্নর রোটারিয়ান মো: কামাল উদ্দিন ভুইয়া’র সভাপতিত্বে ও পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিডিজি লে: কর্ণেল এম. আতাউর রহমান পীর, ডিজিএন রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো: মতিউর রহমান, সিলেট ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান ও সিলেট ডায়াবেটিক হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. লোলিত মোহন নাথ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি মোস্তফা কামাল, রোটারিয়ান পিপি আব্দুল মুহিত দিদার, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান ইকবাল আহমদ, চাল উৎপাদনকারী কৃষক মঞ্জুর।

বিশেষ অতিথির বক্তব্যে পিডিজি লে: কর্ণেল আতাউর রহমান পীর বলেন, পোলিও নির্মূলসহ আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব বিশ্ব জুড়ে অমূল্য অবদান রাখছে এবং এ অবদান গৌরবের।

এসময় প্রায় ১২০ জন রোগী ও ডাক্তারদের মধ্যে ঢেঁকি ছাঁটা কালো চাল বিতরণ করা হয়।

মাষ্টার্স ডিগ্রী ধারী কৃষক মঞ্জুর বলেন, আমি যখন দেখি কালো চাল ১ হাজার টাকা কেজি ধরে বিক্রি হয় তখন আমি কৃষকের জীবনমান উন্নয়নে এ চাল উৎপাদনে আত্বনিয়োগ করি। তাছাড়া ঢেকি ছাটা কালো চাল ডায়াবেটিকসের ঝুকি কমায়,ফাইবার বিষাক্ত পদার্থকে শরীর থেকে বের করে, পেট কষার নিরাময় করে, অ্যান্টি-অক্সিডেন্টাল,ব্রেন ও লিভারের কার্য্যক্ষমতা বৃদ্ধি করে, হৃদরোগের ঝুকি কমায়, ক্যান্সারের জীবানু ধ্বংস করে, এবং আটামুক্ত হজম সহায়ক ও ওজন কমায়।