সীমান্তে উত্তর কোরিয়ার ১৮০ যুদ্ধবিমান, শক্তি বাড়াচ্ছে দক্ষিণও

সীমান্তে উত্তর কোরিয়ার ১৮০ যুদ্ধবিমান, শক্তি বাড়াচ্ছে দক্ষিণও

রয়েল ভিউ ডেস্ক:
সীমান্তের কাছে উত্তর কোরিয়া প্রায় ১৮০টি যুদ্ধবিমান জড়ো করেছে- এমন তথ্যের পর শুক্রবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, তারাও বিমান শক্তি বাড়াচ্ছে।

উত্তর কোরিয়ার বিমানগুলো তথাকথিত ট্যাকটিক্যাল মেজার লাইনের (দুই দেশের মধ্যকার মিলিটারি ডিমারকেশন লাইনের ১২ মাইল উত্তরে) উত্তরে উড়ে গেছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার এর প্রতিক্রিয়ায় ৮০টি বিমান জড়ো করেছে। এর মধ্যে এফ-৩৫এ স্টিলথ জঙ্গিবিমান মোতায়েন করেছে। আর যুক্তরাষ্ট্রের সাথে চলমান মহড়ায় (ভিজিল্যান্ট স্ট্রম এয়ার এক্সারসাইজ) প্রায় ২৪০টি বিমান অংশ নিচ্ছে।

গত মাসে একইভাবে উত্তর কোরিয়ার ১০টি বিমান উড়ে গেলে দক্ষিণ কোরিয়া তাদের বিমান শক্তি জড়ো করেছিল।

আগের দিন উত্তর কোরিয়া সাগরে ৮০ রাউন্ডেরও বেশি গোলা নিক্ষেপের পর যুদ্ধবিমান মোতায়েন করল।

সূত্র : ডেইলি সাবাহ