সমাবেশের অনুমতি পেল বিএনপি

সমাবেশের অনুমতি পেল বিএনপি

রয়েল ভিউ ডেস্ক:
১০ ডিসেম্বরের নয়াপল্টনের পরিবর্তে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। দুপুর ২টায় পুলিশ কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এদিকে শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় সমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গণতন্ত্রকে রক্ষায় সকলকে শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিয়ে তা সফল করার আহ্বান জানান তিনি। শুক্রবার শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে স্থায়ী কমিটি সদস্যগণদের নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।

এ সময় তিনি মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতা ও কর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান এবং মুক্তির দাবি করেন।

তিনি বলেন, আমরা কোন প্রকার বিশৃঙ্খলা চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে। এর আগে আমরা বিভাগীয় সমাবেশ করেছি অত্যন্ত শান্তিুপূর্ণভাবে।

মোশাররফ বলেন, মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে।তারা বিএনপিকে ধ্বংস করতে অপচেষ্টায় লিপ্ত। কোন ধরনের ষড়যন্ত্রই আমাদের আন্দোলনকে নস্যাত করতে পারবে না।

আগামীকালের সমাবেশ সফল করতে নির্ধারিত সময়ে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানান খন্দকার মোশাররফ। এর আগে কমলাপুর স্টেডিয়ামে অনুমতি না পেলে রাজধানীর গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চায় বিএনপি। বিষয়টি নিয়ে আলোচনা করতে শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল।