সম্মানজনক পেশা হচ্ছে শিক্ষকতা ও সাংবাদিকতা  ---- রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব

সম্মানজনক পেশা হচ্ছে শিক্ষকতা ও সাংবাদিকতা  ---- রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৎ ও সাহসী জাতির মহানায়ক ছিলেন। তাঁর মহান আদর্শের পথ ধরে জাতি আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি বলেন, দেশে এক সময় সবচেয়ে সম্মানজনক পেশা ছিল সাংবাদিকতা, ও শিক্ষকতা। কালের ক্রমান্বয়ে এ তিনটি পেশা এখন হোঁচট খেয়েছে। কারণ সঠিক আদর্শের পথ এখন অনেকেই ভুলে গেছে। লোভ-লালসায় পড়ে কিছু মানুষ সৎ আদর্শের নেতৃত্ব হারিয়ে ফেলেছে। 

গত শুক্রবার রাতে সিলেট মহানগরীর দরগা গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের হলরুমে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা কমিটি আয়োজিত অভিষেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, দৈনিক সিলেট পূণ্যভ‚মি পত্রিকার সম্পাদক আবু তালেব মুরাদ, বাংলাদেশ বেতারের (অবঃ) মুখ্য উপস্থাপক বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, বিশিষ্ট চিত্রগ্রাহক আতাউর রহমান আতা, কলামিস্ট এডভোকেট মোহাম্মদ জুয়েল, এডভোকেট মামুনুর রশীদ, লিয়াকত আলী খান, ফিরোজ আহমেদ। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেন, এস.এম জহুরুল ইসলাম, মোঃ হোসাইন কবির, শাহারুল ইসলাম মন্ডল, আব্দুল মুক্তাদির, তাজ উদ্দিন, শহীদ আহমদ খান সাবের, এম.কে সোলায়মান হোসেন।-বিজ্ঞপ্তি