সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে: ইসলামী ঐক্যজোট

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে: ইসলামী ঐক্যজোট

নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ভোজ্য তেলের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রীম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকিব এডভোকেট এবং মহাসচিব অধ্যাপক মাওলানা আবুল করিম খাঁন এই উদ্বেগ প্রকাশ করেন। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার কোনভাবেই ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ভোজ্য তেলের বাজার। অপরদিকে, তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন আরও কষ্টকর করে তুলবে। অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে মজুদ, কৃত্রিম সংকট তৈরি ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মূল্য বৃদ্ধি করে সাধারণ ভোক্তার কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেয়। এ ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ব্যবস্থা নেয়ার দাবি উঠলেও এদের বিরুদ্ধে সরকার কখনোই কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।
সরকারি সংস্থাগুলো আবারও বিদ্যুৎ, পানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রক্রিয়া চালাচ্ছে। ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানান নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি