সরকার শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া এলাকাকে গুরুত্ব দিচ্ছে ---ইউএনও নুসরাত আজমেরী হক 

সরকার শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া এলাকাকে গুরুত্ব দিচ্ছে ---ইউএনও নুসরাত আজমেরী হক 

রয়েল ভিউ ডেস্ক : শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া এলাকাকে অগ্রাধিকার দেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত আজমেরী হক। এক্ষেত্রে বর্তমান সরকার সবকিছু করতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। 

গতকাল সোমবার সিলেট সদর উপজেলার সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মানিক মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হিরন মাহমুদ, হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ রমজান আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-কালিরগাঁওয়ের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব আব্দুল মান্নান, ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন, মহিলা মেম্বার মোছাঃ সাহিদা খাতুন। দলইরগাঁও উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মাওলানা এখলাছুর রহমান, কালিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু সাঈদ আব্দুল্লাহ, কমিটির সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, শিক্ষানুরাগী সদস্য বাবুল মিয়া, কোষাধ্যক্ষ আবু-বাকার, বিদ্যালয়ের নামে স্ব-রচিত কবিতা আবৃত্তি করেন কবি আশরাফুল আলম প্রমুখ।