সরকারের ভাবমূর্তি নষ্ট করতে মরিয়া হয়ে উঠে কুচক্রী মহল: এমপি  রতন

সরকারের ভাবমূর্তি নষ্ট করতে মরিয়া হয়ে উঠে কুচক্রী মহল: এমপি  রতন

জামালগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ

সুনামগঞ্জ সংবাদদাতা :
আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি অতিতের মতো ভবিষ্যতেও ঐতিহ্য বজায় রাখার উদ্দেশ্যে জামালগঞ্জে অডিটরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব এর সভাপতিত্বে শিক্ষা অফিসার শরীফ উদ্দীন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ  - ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দুর্গা পুজা আসলে ধর্মান্ধ কিছু কুচক্রী ব্যক্তিরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, আওয়ামীলীগ সরকারের ভাব মুর্তী নষ্ট করতে মড়িয়া হয়ে উঠে, সামাজিক সম্প্রীতির উপর আঘাত হানতে চেষ্টা করে। সেই সকল ধর্ম দ্রোহীদের প্রতি কড়া নজর রাখতে সকলেই সচেতন থাকুন। সকল নাগরিক ও ধর্মীয় নেতৃবৃন্দরাই পারেন সামাজিক সম্প্রীতি বজায় রেখে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে। আমাদের সংসদীয় ১ আসনে ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে কখনো সম্প্রীতির বির্পযয় ঘঠেনি আর ঘঠবেও না। 

সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আরও বক্তব্য রাখেন মুসলিম ধর্মীয় নেতা মাওলানা এখলাছুর রহমান, হিন্দু ধর্মীয় নেতা উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি করুনা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ থানার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মো: আলী প্রমূখ।  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ- সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ন সম্পাদক কাজী আশরাফুজ্জামান,  ছাত্রনেতা জীতেন্দ্র তালুকদার পিন্টু,  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুক মিয়া, আখতারুজ্জামান তালুকদার, কাজল চন্দ্র তালুকদার, মো: কামাল হোসেন, মো: হানিফ মিয়া। প্রধান অতিথি পরে উপজেলা পরিষদ হল রোমে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্ম বার্ষিকীর কেক কেটে জন্মদিন উদযাপনের শুভ উদ্ভোধন করেন  ও আলোচনা সভা শেষে উপজেলার ৪৯টি পুজা মন্ডপের প্রত্যেক সভাপতিকে নগদ ১০ হাজার টাকা করে তুলে দেন পরে  সাংবাদিক অঞ্জন পুরকায়স্থের সম্পাদনায় “আদ্যা শক্তি মহামায়া” সংকলনের মোড়ক উন্মোচন করেন।