সিলেট আবারও ভূমিকম্প অনুভূত

সিলেট আবারও ভূমিকম্প অনুভূত

রয়েল ভিউ রিপোর্ট :

সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৭জুন) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কত মাত্রা ছিলো এখনো জানা যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচাজ আবহাওয়াবিদ মমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচাজ আবহাওয়াবিদ মমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮। আর ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার উত্তরপূবে। তিনি আরও জানান, ভূমিকম্পের অবস্থান ছিল ২৪ দশমিক ৮১ অক্ষাংশে এবং ৯১ দশমিক ৮৫ দ্রাঘিমাংশে।

এর আগে গত শনিবার (২৯ মে)  দফায় দফায় ভূমিকম্প হয় সিলেটে। জানা গেছে, সিলেটের জৈন্তা অঞ্চলেই ভূমিকম্পের উৎপত্তিস্থল। সরকারি হিসাবে শনিবার সকাল থেকে অন্তত চারবার ভূকম্পন অনুভূত হয়। সিলেটের জেলা প্রশাসক কাজী এমদুদুল হক গণমাধ্যমকে জানিয়েছিলেন, শনিবার বেলা ২টা পর্যন্ত চারবার সিলেটে ভূমিকম্প হয়েছে।