সিলেট উইমেন্স মেডিকেল কলেজের  শেখ রাসেল দিবস পালন

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের  শেখ রাসেল দিবস পালন

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে ও হাসপাতালের উপপরিচালক ডাঃ হিমাংশু শেখর দাসের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, কলেজের স্পোটর্স ও কালচারার কমিটির আহবায়ক ও প্যাথলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ডাঃ মোঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাঃ জি. এম মনিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ আল মোহাইমিন সোহেল, নিউরোসার্জারী বিভাগীয় প্রধান ডাঃ খন্দকার আবু তালহা, অধ্যাপক ডাঃ মধুসূদন সাহা, অধ্যাপক ডাঃ রুবিনা সুলতানা, অধ্যাপক ডাঃ সিদ্ধার্থ পাল, ডাঃ ইসফাক জামান সজিব, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ তাহফীম আহমদ রিফাত, সহকারী পরিচালক ডাঃ আবু তারেক মোঃ রাসেল মিশু।  আলোচনা সভায় উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা অত্যন্ত নির্মমভাবে শেখ রাসেলসহ পরিবারের অন্যান্য সদস্যদের খুন করে জঘন্য নজির স্থাপন করেছে। শেখ রাসেল আজ বেচে থাকলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে অগ্রনী ভুমিকা পালন করতেন। ইতিহাস সেই খুনীদের কখনো ক্ষমা করবেনা।-বিজ্ঞপ্তি