সিলেটে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১৪ জনের

সিলেটে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১৪ জনের

রয়েল ভিউ ডেস্ক :
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ১০ জন, ৩ জন সুনামগঞ্জ ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা।

আজ সোমবার দুপুর সোয়া ১২টায় প্রেরিত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এই ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যুর পাশাপাশি করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৬৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২০৮ জন, সিলেট ওসমানী হাসপাতালের ৪১ জন, সুনামগঞ্জ জেলার ১০৭ জন, হবিগঞ্জ জেলার ১৪৬ জন ও মৌলভীবাজার জেলার ৬২ জন।

প্রসঙ্গত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এ পর্যন্ত মোট ৬৩১ জন। এর মধ্যে সিলেট জেলার ৫০১ জন, সুনামগঞ্জের ৪৭ জন, হবিগঞ্জের ২৯ জন এবং মৌলভীবাজারের রয়েছেন ৫৩ জন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২১০ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৮ হাজার ৮৪৩ জন।