সিলেটে এডাবের কোভিড-১৯ প্রকল্পের অবিহিতকরণ কর্মশালা

সিলেটে এডাবের কোভিড-১৯ প্রকল্পের অবিহিতকরণ কর্মশালা

বাংলাদেশের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান ও এনজিওদের মুখপাত্র এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ-এডাব এর আয়োজনে সিলেটস্থ এনজিও ফোরম প্রশিক্ষণ কক্ষে ‘ কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরণ জোরদার করা’ ’শীর্ষক প্রকল্প অবহিতকরণ কর্মশালা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। 

এডাব কার্যকরি পরিষদ সদস্য, সিলেট জেলার সভাপতি ও জেছিসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এ টি এম বদরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: জন্মেজয় দত্ত। এডাব সিলেট বিভাগের সমন্বয়কারী মো: বাবুল আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ইউনিসেফ প্রতিনিধি সৈয়দ মিলকী, এডাব কোভিড-১৯ প্রকল্পের সমন্বয়কারী সুবিনয় দত্ত ও এডাব সিলেট জেলার সাধারণ সম্পাদক কয়েছ আহমদ। দুই দিনব্যাপী এই কর্মশালায় সিলেট জেলার এডাব এর ১০টি সদস্য সংস্থা ১২টি উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধে প্রচারণা, জনসচেতনতা বৃদ্ধি, সভা-সেমিনার, ফোকসং ও মাইকিংসহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করবে। ওয়ার্কশপে প্রত্যেকটি সংস্থার নির্বাহী পরিচালক, একজন করে ফোকালপার্সন ও চারজন করে ভলান্টিয়ার উপস্থিত ছিলেন। কর্মশালায় কো-সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুর রহমান চৌধুরী এবং সার্বিক দায়িত্বে ছিলেন শওকত হাসান ও মনির হোসেন। বিজ্ঞপ্তি