সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু


রয়েল ভিউ ডেস্ক :
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শনিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া একমাত্র ব্যক্তি হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১৬৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭২ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ২.৭১ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ১.৭৬ শতাংশ, সুনামগঞ্জে ৩.৭০ শতাংশ, হবিগঞ্জে ৬.১০ শতাংশ এবং মৌলভীবাজারে ৬.৩৩ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ২২ জনের মধ্যে ১১ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১ জন, হবিগঞ্জের ৫ জন এবং মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন।

এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৬১৬ জনে দাঁড়িয়েছে।এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৬৩৬ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৩৪০ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৩৩ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১০৭ জন রয়েছেন।