সিলেটে করোনায় আজও ৭ জনের ‍মৃত্যু

সিলেটে করোনায় আজও ৭ জনের ‍মৃত্যু

রয়েল ভিউ ডেস্ক :
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ২৯০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৬ জন সিলেট ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৫৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৬৯ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

জানা যায়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১ হাজার ৩৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ২০.৭৭ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ১৫.৫৩ শতাংশ, সুনামগঞ্জে ১০.৭১ শতাংশ, হবিগঞ্জে ২৭.৩৭ শতাংশ এবং মৌলভীবাজারে ২০.৭৪ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ২৯০ জনের মধ্যে ৮০ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১২ জন, হবিগঞ্জের ১৫৯ জন এবং মৌলভীবাজার জেলার ৩৯ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৮১৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৫৬৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৮১ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৪৩ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৭২৭ জন রয়েছেন।