সিলেটে করোনায় আরো ১০ জনের মৃত্যু

সিলেটে করোনায় আরো ১০ জনের মৃত্যু

রয়েল ভিউ ডেস্ক :
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৮৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। 

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, নতুন করে মারা যাওয়া ১০ জনের মধ্যে আটজনই সিলেট জেলার বাসিন্দা। অপরজন দুজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। 

এ নিয়ে বিভাগে করোনায় ১ হাজার ৩৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলার ৭৫৭ জন, সুনামগঞ্জের ৭২ জন, হবিগঞ্জের ৪৬ জন, মৌলভীবাজারের ৭০ জন, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯২ জন রয়েছেন। 

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হওয়া ১৮৮ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ২২৪ জনে। এদের মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৭৮৯ জন, সুনামগঞ্জে ছয় হাজার ৫১ জন, হবিগঞ্জে ছয় হাজার ২৬৬ জন, মৌলভীবাজারে সাত হাজার ৬৪৪ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চার হাজার ৪৭৪ জন রয়েছেন। 

নতুন করে আক্রান্ত হওয়া ১৮৮ জন করোনা রোগীর ৭৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ১৪ জন, হবিগঞ্জের ২৭ জন ও মৌলভীবাজার জেলার ২৮ জন রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। সব মিলিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৫৯ জন। 

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৩৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।