সিলেটে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১১৩

সিলেটে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১১৩

রয়েল ভিউ রিপোর্ট::
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১৩ জন।  আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০৩ জন।

মঙ্গলবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ২৪ ঘন্টায় সিলেটে ১১৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৯ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ১৮ জন ও সিলেট ওসমানী মেডিকেলে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়। নতুন এই ১১৩ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪০৫ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৫৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮৯৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৯২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৬০ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০৩ জন। এরমধ্যে সিলেট জেলার ৬৩ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে আরও ৪৪ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৮৫৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৪৩২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৯২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৩৯ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেট জেলার ১৪ জন ও সুনামগঞ্জে আরও ২ জন রয়েছেন। সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৩৫ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ৩ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২ জন সিলেটের ও ১ জন হবিগঞ্জের।