সিলেটে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৩, শনাক্ত ৩৮৯ 

সিলেটে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৩, শনাক্ত ৩৮৯ 

রয়েল ভিউ ডেস্ক :
সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা কেবল বাড়ছেই। এ বিভাগে গত ২৪ ঘন্টায় ৯৬৯টি নমুনা পরীক্ষা ৩৮৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। শনাক্তের হার ৪০.১৪ ভাগ। এ নিয়ে উদ্বিগ্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সবাই মাস্ক না পরলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। 

সিলেট স্বাস্থ্য বিভাগের বৃহস্পতিবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় অতিমারি করোনাভাইরাসে এ বিভাগের সিলেট জেলায় ৩ মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে ৫০৪  জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪১০ জন, সুনামগঞ্জে ৩৫জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারে ৩৮ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় সর্বোচ্চ ২১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৪০ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ৫১  জন ও মৌলভীবাজারে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৮ হাজার ১০৫ জনের। জেলাওয়ারী সিলেটে ১৮ হাজার ৫৩২, সুনামগঞ্জে ৩১৭৩, হবিগঞ্জে ৩০০২ ও মৌলভীবাজারে ৩৩৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। 

২৪ ঘন্টায় সুস্থ ১৩৬ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছে ২৪ হাজার ৪৭৮ জন। 

শনাক্তের পাশাপাশি এ বিভাগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এর মধ্যে সিলেটে ২৫ জন, সুনামগঞ্জে ৪ জন ও হবিগঞ্জে ১০ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০৮ জন। এর মধ্যে সিলেটে ৪৫০ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ২৫ জন।