সিলেট ক্লাবের ১৫তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত মুহিত পুনরায় সভাপতি নির্বাচিত

সিলেট ক্লাবের ১৫তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত মুহিত পুনরায় সভাপতি নির্বাচিত

শনিবার সিলেট ক্লাবের ১৫ তম সাধারন সভা ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব সভ্য অ্যাডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাধারন সভা থেকে ২০২৩ সালের জন্য নির্বাচিত ক্লাবের কার্যনির্বাহী কমিটির পাশাপাশি পাঁচটি সাংবিধানিক কমিটি ঘোষনা করা হয়।

ক্লাব সভ্য কাওসার হোসেন শাহিন এর পবিত্র কোরআন তেলাওয়াত ও ক্লাব সভ্য কার্তিক পাল এর পবিত্র গীতা পাঠের মধ্যে শুরু হওয়া ১৫তম সাধারন সভায় প্রায় শতাধিক ক্লাব সভ্য উপস্থিত ছিলেন। সাধারন সভা থেকে ২০০৩ সালের বার্ষিক বাজেট পেশ করেন ক্লাবের ফাইনেন্স ডাইরেক্টর পিনাকী রায়। পরে তা সর্বসম্মতভাবে পাশ হয়।
সাধারন সভায় সিলেট ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহফুজুর রহমান বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ২০২৩ সালের সিলেট ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেন। এসময় নির্বাচন কমিশনার মাহবুবুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। নব নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মুহিতুল বারী রহমান, সহ-সভাপতি হানিফ আলম চৌধুরী, ডাইরেক্টর অ্যাডমিন মুফতি তাহের আহমদ, ডাইরেক্টর ফাইনেন্স মোহাম্মদ হানিফ, ডাইরেক্টর স্পোর্টস এন্ড কালচার জিল্লুর রহমান সুমন, ডাইরেক্টর রিক্রিয়েশন সাজেদ আহমদ তাশহুদ বাপ্পী, ডাইরেক্টর ফুড এন্ড একোমেডেশন রথীন্দ্র কুমার দাস নির্বাচিত হন।
কার্যকরী কমিটির পাশাপাশি ২০২৩ সালের জন্য পাঁচটি সাংবিধানিক কমিটি সভার সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের ঘোষনা করেন যা সর্বসম্মতভাবে পাশ হয়। ঘোষিত কমিটি হচ্ছে উপদেষ্টা পরিষদ, নির্বাচন কমিশন, আভ্যন্তরীন অডিট কমিটি, পারচেজ (ক্রয়) কমিটি, ও ডেভেলপমেন্ট কমিটি। উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে মো: হাফিজ আহমেদ এবং উপদেষ্টা হিসেবে আকিকুর রহমান (বাদশাহ) ও ফয়সল আহমদ চৌধুরী নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তারেক আহমদ ও নির্বাচন কমিশনার হিসেবে মাহবুবুর রহমান ও মাহবুবুল হক চৌধুরী নির্বাচিত হন। আভ্যন্তরীন অডিট কমিটিতে আহবায়ক হিসেবে ওয়াসিম আহমেদ চৌধুরী ও সদস্য হিসেবে আকম সুমনুজ্জামান চৌধুরী ও পিযূস কুমার সরকার, ক্রয় কমিমিটিতে আহবায়ক হিসেবে এনামূল কুদ্দুস চৌধুরী, ও সদস্য হিসেবে মোঃ শাহ আলম ও হাসান ইমাম চৌধুরী এবং ডেভেলপমেন্ট কমিটিতে আহবায়ক হিসেবে আফজল রশীদ চৌধুরী, এবং সদস্য হিসেবে খলিলুর রহমান চৌধুরী সুজন, আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি, কাওসার হোসেন শাহীন ও আতিকুর রহমান লাহিন নির্বাচিত হন।
সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ক্লাবের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার চৌধুরী জামাল আশরাফ  সাবেক সভপতি হাসিন আহমদ, সাবেক সভাপতি আফজল রশীদ চৌধুরী, ক্লাবের প্রধান উপদেষ্টা হাফিজ আহমেদ সহ অন্যান্যরা ফুলেল শুভেচ্ছা জানান। -বিজ্ঞপ্তি