সিলেটে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

সিলেটে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

অনলাইন ডেস্ক::
বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে সিলেটের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার প্রদান করা হয়েছে।

শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে সিলেটের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য-এর সম্মেলন কক্ষে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আকাশ- সমুদ্র জয় করে করোনা যুদ্ধে জয়ী হয়েছে। শেখ হাসিনার উৎসাহে সিলেটের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মের মাধ্যমে সিলেটের শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতাল করোনাযুদ্ধে আমাদের আইকন হিসেবে কাজ করেছেন বলে সিলেটবাসী মহিমান্বিত হয়েছেন।’

সিলেটের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায়-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিড লেভেল চিকিৎসক পরিষদের ডা. অরূপ রাউত, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, মেডিক্যাল কনসালটেন্ট ডা. সাজ্জাদুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের ডা. আজিজুর রহমান রুম্মান, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম, বিএনএ সিলেট শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান এম. গৌছ আহমদ চৌধুরী প্রমুখ।