সিলেট জেলা আ'লীগের উদ্যোগে গোলাপগঞ্জ ও সিলেট সদর উপজেলায় ত্রাণ বিতরণ

সিলেট জেলা আ'লীগের উদ্যোগে গোলাপগঞ্জ ও সিলেট সদর উপজেলায় ত্রাণ বিতরণ

রয়েল ভিউ ডেস্ক:

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলা সমূহে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণের অংশ হিসেবে সিলেট জেলা আওয়ামা লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এর নেতৃত্বে আজ সোমবার, বন্যা উপদ্রুত গোলাপগঞ্জ ও সিলেট সদর উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন: সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্পূর্ন অবগত রয়েছেন। প্রধানমন্ত্রী সিলেটের দুর্দশাগ্রস্ত মানুষের অবস্থা সরেজমিনে দেখার জন্য আগামী কাল সিলেট সফরে আসছেন। ইতিমধ্যে তিনি সিলেটের বন্যার্ত মানুষের সহায়তার জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বরাদ্দ করেছেন, যা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দুর্গত এলাকার মানুষের মাঝে বিতরণ শুরু হয়েছে। এর পাশাপাশি সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও দুর্গত উপজেলা সমূহে ব্যাপক ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে । আমরা আশ্বস্ত করতে পারি জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন আল্লাহর রহমতে এদেশের কোন মানুষ অনাহারে অর্ধাহারে থাকবে না ইনশাআল্লাহ। ধৈর্য্য আর সাহসের সাথে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য নেতৃবৃন্দ সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও এই দুর্যোগে সমাজের সকল বিত্তবান ও দানশীল ব্যক্তিবর্গ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, কোষাধ্যক্ষ শমশের জামাল, আইন সম্পাদক এডভোকেট মোঃ আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ সাকির আহমদ শাহীন, উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, নিজাম উদ্দিন (চেয়ারম্যান), শাহিদুর রহমান চৌধুরী, বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ এবং গোলাপগঞ্জ ও সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।