সিলেট জেলা জেএসডি’র জরুরী সভা অনুষ্ঠিত

সিলেট জেলা জেএসডি’র জরুরী সভা অনুষ্ঠিত

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট জেলা শাখার এক জরুরী সভা গত শুক্রবার সন্ধ্যায় নগরীর হাওয়াপাড়াস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোহাম্মদ সফিকের সভাপতিত্বে ও সদস্য সচিব বেবী দেবী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেশের রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

সভায় এক প্রস্তাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, সার, ডিজেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে কৃষক-শ্রমিক, পেশাজীবীসহ সাধারণ মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। খোলা বাজারে পর্যাপ্ত পরিমাণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সুলভ মূল্যে বিক্রী করার দাবী জানানো হয়। সিলেট নগরীর রাস্তাঘাট ও উপজেলা পর্যায়ে জরাজীর্ণ রাস্তাঘাট জরুরী ভিত্তিতে সংস্কারের দাবী জানানো হয়।
সভায় সিলেটে জে.এস.ডি’র ছাত্র ও যুব সংগঠন গঠন এবং শীঘ্রই গণতন্ত্র মঞ্চের সিলেট জেলা শাখা গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান (দাদা ভাই) ও সিলেট জেলা জেএসডি’র সাবেক সভাপতি মনির উদ্দিন মাস্টারের আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, রফিক মিয়া, রিয়াজ উদ্দিন আহমদ, আব্দুল কুদ্দুস, শ্রমিক জোটের জেলা সদস্য সচিব আনোয়ার হোসেন, বেলাল হোসেন, আব্দুল মুহিত, কল্যাণী ঘোষ, মো. ইসমাঈল প্রমুখ।-বিজ্ঞপ্তি