সিলেট নগরীতে শনিবার টিকা নিলেন ৩১৯১ জন

সিলেট নগরীতে শনিবার টিকা নিলেন ৩১৯১ জন

রয়েল ভিউ ডেস্ক :

কঠোর লকডাউনের মধ্যেও নগরীর দু’টি টিকাদান কেন্দ্রে ব্যাপক উদ্দীপনায় চলছে করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম। গণটিকাদান কার্যক্রমে দু’টি কেন্দ্রের বুথগুলোতে মানুষের দীর্ঘ লাইন থাকায় ১০টির স্থলে বাড়িয়ে ১৫টি বুথ করা হয়েছে। শনিবার নগরীর দু’টি টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করেছেন আরো ৩ হাজার ১৯১ জন। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। 

সংশ্লিষ্টরা জানান, গত ১৩ জুলাই দেশের অন্যান্য স্থানের ন্যায় সিলেট মহানগরীতেও দ্বিতীয় দফার টিকাদান কার্যক্রম শুরু হয়। এর মধ্যে গতকাল শনিবার নগরীতে সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকা দেওয়া হয়েছে। 
জানা গেছে, গতকাল শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে মোট ৩ হাজার ১৯১ জন নিয়েছেন করোনার টিকার প্রথম ডোজ (মডার্না)। আরও ১৪০ জন নিয়েছেন সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা।
এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১২টি বুথে গতকাল শনিবার টিকা নিয়েছেন ২ হাজার ৪০১ জন। এর মধ্যে ১ হাজার ৫১২ জন পুরুষ ও মহিলা রয়েছেন ৮৮৯ জন। তাদের সবাইকে দেয়া হয়েছে আমেরিকার তৈরি মডার্নার টিকা। একই হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন (সিনোফার্মের) ১৪০ জন। এর মধ্যে পুরুষ ৬৯ জন ও মহিলা ৭১ জন রয়েছেন। অপরদিকে, পুলিশ লাইন্স হাসপাতালের ৩টি বুথে করোনার প্রথম ডোজ টিকা (মডার্না) নিয়েছেন ৬৫০ জন। তার মধ্যে পুরুষ ৪৫১ জন ও মহিলা ১৯৯ জন রয়েছেন। টিকাদান কেন্দ্রে দীর্ঘ লাইন