সিলেটে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

সিলেটে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে সারিবদ্ধভাবে বসে প্রায় শতাধিক খুদে চিত্রশিল্পী সাদা কাগজ রাঙিয়েছে নানা রঙে। মনের মাধুরী মিশিয়ে তারা ফল, ফুল, পাখি, প্রকৃতিসহ নানা বিষয়ে এঁকেছে। পরে নির্বাচিত ছয়জনকে পুরস্কৃত করা হয়। প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল প্রথম আলো বন্ধুসভা।
গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় ‘ক’ ও ‘খ’ বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। ঘণ্টাব্যাপী এ প্রতিযোগিতায় প্লে থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ হ্যারল্ড রশিদ চৌধুরী, সিলেট চারুশিল্প সমন্বয় পরিষদের সদস্যসচিব শামসুল বাসিত শেরো, সিলেট আর্টস কলেজের উপাধ্যক্ষ ইসমাইল গনি হিমন ও বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের চারুকলা বিষয়ের প্রশিক্ষক মো. দেলোয়ার হোসাইন।

‘ক’ বিভাগে প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়–য়া শিক্ষার্থীরা অংশ নেয়। এ বিভাগে সমাদৃতা সিকদার অনন্যা প্রথম, ওজস্বী রায় দ্বিতীয় ও খন্দকার মাহবীর আল মুহাইমিন তৃতীয় হয়। ‘খ’ বিভাগে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এ বিভাগে নওশীন আজিজ প্রথম, মোহাম্মদ ফাহমিদ রহমান দ্বিতীয় ও হাবিবা আক্তার তাইবা তৃতীয় হয়।
প্রতিযোগিতা শেষে বেলা পৌনে পাঁচটায় সুধী সমাবেশ ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্ব সঞ্চালন করেন প্রথম আলো সিলেটের ব্যুরো চিফ ও নিজস্ব প্রতিবেদক সুমন কুমার দাশ। এ সময় আনন্দ নিকেতনে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নত প্রথম আলোর খুদে পাঠক হৃদ্যিক দেব পূণ্য বক্তব্য দেয়। 
সুধী সমাবেশে সিলেটের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন। আড্ডা, গল্পে সারাক্ষণ মুখর ছিলেন সবাই। খোশমেজাজে সবাই শহীদ মিনার চত্বরে দাঁড়িয়ে, বসে আড্ডা দেন। সবশেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা পর্ব সঞ্চালন করেন বন্ধুসভার বন্ধু ফারিয়া খানম শ্রেয়া।-বিজ্ঞপ্তি