সিলেটে পরিবহণ শ্রমিকদের অবরোধ

সিলেটে পরিবহণ শ্রমিকদের অবরোধ

রয়েল ভিউ ডেস্ক::
সিলেটের কুমারগাঁও বাস-মিনিবাস সড়ক উপকমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। রোববার (১৩ জুন) বেলা ১২টার দিকে শ্রমিকরা সিলেটের কুমারগাঁও এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধের পর তারা সড়ক থেকে অবরোধ সরান। এসময় উভয় পাশে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। পরে প্রসাশনের সাথে কথা হলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

অপরদিকে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিতের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের সিলেট জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহণ উপ-কমিটি কুমারগাঁও শাখার সাংগঠনিক সম্পাদককে র‍্যাব আটক করেছে। এই খবর শ্রমিকরা জানার পর তাঁরা সড়ক অবরোধ করেছেন। পরে প্রশাসনের সাথে আলাপ হওয়ায় অবরোধ সরানো হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা ওবাইন সাংবাদিকদের বলেন, র‍্যাব সদস্যরা সাদা পোশাকে (সিভিল ড্রেস) একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে দায়িত্বপালনে যাওয়ার সময় ওই শ্রমিকনেতার নেতৃত্বে কয়েকজন শ্রমিক বাধা প্রদান করেন। র‍্যাব সদস্যরা নিজেদের পরিচয়পত্র দেখানোর পরেও তারা বাধা প্রত্যাহার করেননি। তাই বাধ্য হয়ে কথা বলার জন্য ওই শ্রমিকনেতাকে নিয়ে আসা হয় এবং কথাবার্তা শেষে তিনি চলে গেছেন। এটিকে আটক বলা যাবে না।