সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের মানববন্ধন

সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের মানববন্ধন

পরিবহন মালিক-শ্রমিকদের গালিগালাজ ও কটূক্তির প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছেন পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকবৃন্দ। গত বৃহস্পতিবার দুপুরে নগরীর কদমতলী বাস টার্মিনাল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে পরিবহন মালিক শ্রমিক ইউনিয়নের সকল স্তরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেন।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এবং সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, জকিগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি শাহান আহমদ চৌধুরী ও মৌলভীবাজার বাস মালিক সমিতির সহ সভাপতি মুক্তার মিয়া।

জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের সহ সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, কার্যকরী সদস্য সাহেদ আহমদ, মকবুল হোসেন বাদল, আলাউদ্দিল আহমদ, সাবেক কোষাধ্যক্ষ সামসুল হক মানিক, ঢাকা রোডের সভাপতি ইব্রাহিম মিয়া, জকিগঞ্জ মিনিবাস শাখার সভাপতি আব্দুল মতিন, সম্পাদক আব্দুল হান্নান,

জকিগঞ্জ বাসের সভাপতি আব্দুল মুহিত, সম্পাদক রাজন আহমদ, ঢাকা রোডের সহ সম্পাদক ইউসুফ আলী, কোষাধ্যক্ষ লিলু মিয়া, জকিগঞ্জ মিনিবাসের সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া, জকিগঞ্জ বাসের সাংগঠনিক সোহেল আহমদ, মৌলভীবাজার বাসের সভাপতি বাবরু মিয়া, সম্পাদক ফরিদ আহমদ, ঢাকা দক্ষিণ বাসের সভাপতি মনসুর মিয়া, সম্পাদক আবুল হোসেন, জগন্নাথপুর বাসের সভাপতি ফজর আলী, সম্পাদক শাহাজাহান মিয়া, কুলাউড়া বাসের সভাপতি মানিক মিয়া, সম্পাদক মিলাদ আহমদ, মিতালি বাসের সভাপতি সেলিম আহমদ, সম্পাদক ধনু মিয়া, তামাবিল বাসের সভাপতি মনাফ মিয়া, সম্পাদক রিয়াজ মিয়া, শ্রমিক নেতা মিজান আহমদ ও ইব্রাহিম মিয়া প্রমুখ।