সিলেটে ফিতরার সর্বনিম্ন  পরিমাণ ১শ’ টাকা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে স্থানীয়ভাবে ফিতরার পরিমাণ নির্ধারণের লক্ষ্যে গত সোমবার বাদ তারাবিহ জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় কার্যালয় ভার্থখলা মাদ্রাসায় কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। 

সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় সমিতির বাজার মনিটরিং কমিটির রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন পণ্যের বাজার দর যাচাই করে সিলেটে স্থানীয়ভাবে ফিতরার পরিমাণ ধার্য করার হয়। জনপ্রতি অর্ধ সা' তথা ১ কেজি ৬৫০ গ্রাম আটা বা এর মূল্য ৬০ টাকা করে ৯৯ টাকা, আদায়ের সুবিধার্থে ১’শ টাকা। তাছাড়া খেজুর দিয়ে জনপ্রতি ফিতরার পরিমাণ হলো ৩ কেজি ৩০০ গ্রাম বা এর মূল্য ২৭০ টাকা কেজি দরে ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য ৮৯১ টাকা। আদায়ের সুবিধার্থে ৯’শ টাকা এবং কিসমিস দিলে জনপ্রতি ৩ কেজি ৩০০ গ্রাম বা এর মূল্য ৪৫০ টাকা কেজি দরে ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য ১৪৮৫ টাকা। আদায়ের সুবিধার্থে ১৫শ’ টাকা।

সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মাওলানা আব্দুস সুবহান, সহ-সাধারণ সম্পাদক মুফতি সাঈদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঞ্জুর আহমদ, মাওলানা ওলীউর রহমান, অর্থ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, প্রচার সম্পদক মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী, সহ-প্রচার সম্পাদক মাওলানা সালিম আহমদ সোলাইমান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন।
সভায় বক্তারা সমাজের প্রতিটি বিত্তবান ব্যক্তিকে নিজ নিজ সামর্থের আলোকে সাদকাতুল ফিতর আদায় করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহŸান জানান।-বিজ্ঞপ্তি