সিলেটে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ ও ৪ এর লোডশেডিংয়ের সময়সূচি

সিলেটে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-৩  ও ৪ এর লোডশেডিংয়ের সময়সূচি

স্টাফ রিপোর্টার : সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এবং ৪ এর আওতাধীন এলাকাগুলোতে লোডশেডিংয়ের সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। পিডিবি’র সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার জানিয়েছেন কোনো কারণে বিদ্যুতের চাহিদা কম-বেশি হলে লোডশেডিংয়ের সময়ও কম-বেশি হতে পারে। এছাড়াও জরুরী লাইন মেরামত, সংরক্ষণ ও কারিগরি ত্রুটির কারণে এই সময়ের পরিবর্তন হতে পারে বলে জানান তিনি।  

৩৩/১১ কেভি বরইকান্দি উপকেন্দ্রের দৈনিক লোডশেডিং এর শিডিউল হচ্ছে দক্ষিণ সুরমার লালাবাজার ফিডারের লালাবাজার, মুন্সিবাজার, ভালকি, ভরাউট, টেংরা আলীপাড়া এলাকায় সকাল ৮টা থেকে ৯টা,   বেলা ১টা থেকে ২টা, সন্ধ্যা ৬টা থেকে ৭টা ও রাত ১১টা থেকে ১২টা।

কদমতলি ফিডারের কদমতলি খোজারখলা, হুমায়ুন রশিদ চত্বর, চাঁদনীঘাট, ঝালোপাড়া ও পার্শ্ববর্তী এলাকায় ভোর ৫টা থেকে ৬টা, দুপুর ১২টা থেকে বেলা ১টা, বিকাল ৫টা হতে বিকেল ৬টা ও রাত ১০টা থেকে ১১টা।

মাসুকগঞ্জ ফিডারের খালপাড়, মাসুকগঞ্জ বাজার, মীরেরগাঁও, সুজাতপুর, মেদিনীমহল ও অনন্তপুর এলাকায় ভোররাত ৪টা থেকে ৫টা, বেলা ১টা থেকে ২টা,  বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ও রাত ১০টা থেকে রাত ১১টা। 

কামালবাজার ফিডারের বরইকান্দি ৪-১০ নম্বর রোড, মকন দোকান, হাজরাই, কামালবাজার, বেটুয়ারমুখ, ধরগাঁও এলাকায় সকাল ৬টা থেকে ৭টা, দুপুর ১২টা থেকে বেলা ১টা, বিকেল ৪টা থেকে ৫টা ও রাত ৯টা থেকে ১০টা। 

স্টেশন ফিডারের টেকনিক্যাল রোড, বাবনা পয়েন্ট, পুরাতন রেল স্টেশন, পুলের মুখ ও বাস টার্মিনাল এলাকায় রাত ১টা থেকে ২টা, সকাল ১০টা থেকে ১১টা, বিকেল ৩টা থেকে ৪টা ও রাত ৮টা থেকে ৯টা। 

বরইকান্দি ফিডারের বঙ্গবীর রোড, লাউয়াই, বারখোলা, গালিমপুর, মোমিনখোলা, শিববাড়ি এলাকায় রাত ১২টা থেকে ১টা, সকাল ১০টা থেকে ১১টা, বেলা ২টা থেকে ৩টা ও সন্ধ্যা ৬টা থেকে ৭টা। 

বিসিক ফিডারের পাঠানপাড়া, আলমপুর, গঙ্গানগর, গোটাটিকর, কুশিঘাট, পালপুর এলাকায় রাত ৩টা থেকে ৪টা, বেলা ১১টা থেকে ১২টা, বিকেল ৪টা থেকে  ৫টা এবং রাত ৯টা থেকে ১০টা। 

পিরোজপুর, বলদি, তেতলি, দারোগাবাড়ি, অতিরবাড়ি এলাকায় রাত ২টা থেকে ৩টা, বেলা ১১টা থেকে ১২টা, বিকেল ৩টা থেকে ৪টা ও সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা। 
ইন্ডাস্ট্রি ফিডারের বিভাগীয় কমিশনারের অফিস, ডিআইজি অফিস, বিসিক শিল্পনগরী, চন্ডিপুল, নতুন রেল স্টেশন ও বাইপাস এলাকায় সকাল ৭টা থেকে ৮টা, রাত ৮টা থেকে রাত ৯টা ও রাত ১১টা থেকে রাত ১২টা। 

শিববাড়ি ফিডারের কাজীরখোলা, রায়ের গ্রাম, সুনামপুর, ধরাধরপুর, পুরান তেতলি এলাকায় সকাল ৯টা থেকে ১০টা, বেলা ২টা থেকে ৩টা ও সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা। 
এদিকে কুমারগাঁও উপকেন্দ্রের বিউবো বিতরণ বিভাগ- ৪ এর লোডশেডিংয়ের নির্ধারিত সময় সূচি হচ্ছে  টেক্সটাইল ফিডারের নতুন বাজার, ব্রাক্ষণশাসন, নূরানী, মোহাম্মাদি আ/এ, লাখাউড়া, র‌্যাব অফিস, জাহানপুর, উত্তর বালুচর এলাকায় বেলা ১১টা থেকে ১২টা ও রাত ৮টা থেকে ৯টা। 

বিমানবন্দর ফিডারের তপোবন, সুরমা আ/এ, লেকসিটি, আখড়াগলি, বর্ণমালা, লাভলী রোড এলাকায় সকাল ১০টা থেকে ১১টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা। 
পাঠানটুলা ফিডারের আখালিয়া, নেহারীপাড়া, মদিনা মার্কেট, আনসার ক্যাম্প, বিজিবি ক্যাম্প, পাঠানটুলা এলাকায় সকাল ৯টা থেকে ১০টা এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা। 

আদমশাহ ফিডারের কালিবাড়ী, করেরপাড়া, হাওলদারপাড়া, পনিটুলা, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, পল্লবী আবাসিক এলাকায় সকাল ৮টা থেকে ৯টা এবং বিকেল ৫টা থেকে ৬টা। 

টুকেরবাজার ফিডারের তেমুখী, পিরপুর, হায়দরপুর, টুকেরবাজার, জাঙ্গাইল, সিটি কর্ণার, গোপাল, বলাউড়া এলাকায় রাত ১টা থেকে ২টা এবং বিকেল ৪টা থেকে ৫টা। 
লামাকাজী ফিডারের ফতেহপুর, কান্দিগাঁও, কেশবপুর, সৎপুর, পরগনা বাজার, দুর্লভপুর, মির্জাগাঁও, মাহতাবপুর এলাকায় রাত ১২টা থেকে ১টা এবং বিকেল ৩টা থেকে ৪টা। 
বাদাঘাট ফিডারের কুমারগাঁও, নাজিরেরগাঁও, সোনাতলা, মইয়ারচর, লামারগাঁও, সিটি সাইন আ/এ, চাতল, মৌলাটিকর, ঢালিয়া, টিলারগাঁও, বড়গুল এলাকায় বেলা ২টা থেকে ৩টা এবং রাত ১১টা থেকে ১২টা। 

শাহখুররম ফিডারের তালুকদারপাড়া, লালারগাঁও, পীরপুর উত্তর, মিরেরগাঁও, আকিলপুর, ফুলকচি শাহপুর, কান্দিগাঁও এলাকায় বেলা ২টা থেকে ৩টা এবং রাত ১০টা থেকে ১১টা। 
দরগাশরীফ ফিডারের আখালিঘাট, এতিমস্কুল রোড, নরসিংটিলা, দুদক অফিস, সমাজ কল্যাণ অফিস, বাগবাড়ী, খালেরপাড় এলাকায় দুপুর ১২টা থেকে ১টা এবং রাত ৯টা থেকে ১০টা।