সিলেট বিভাগে করোনা শনাক্ত বাড়ছে 

সিলেট বিভাগে করোনা শনাক্ত বাড়ছে 

স্টাফ রিপোর্টার॥ সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা উর্দ্ধমুখী। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৮৮। 
৭৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ছিল ৩ দশমিক ১৪। 
গতকাল বৃহস্পতিবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় প্রেরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে জানানো হয়, সিলেট বিভাগে করোনায় কোনো মৃত্যু নেই। এসময় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ জন। 
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন শনাক্ত ২২ জনের মধ্যে সিলেট জেলার ১২, ওসমানী হাসপাতালের ১জন ও  মৌলভীবাজার জেলার ৯ জন। 
বর্তমানে চার জেলার মধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলার ৯ জন। এছাড়া, সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ জন রোগী। এর মধ্যে করোনা সন্দেহজনক ৮জন ও পজিটিভ ১জন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনামুক্ত ৪ জনের মধ্যে সিলেট জেলার ২ জন ও  মৌলভীবাজার জেলার ২ জন। 
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১ হাজার ১৮৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৭০ জন মারা গেছেন, ওসমানী হাসপাতালে ১১৮ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জের ৪৮ জন ও মৌলভীবাজারের ৭২ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৫৫ হাজার ১৪৬ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ৪৯ হাজার ৯৭৮ জন।