সিলেট বিভাগে ২৪ ঘণ্টায়  করোনায় মৃত্যু-২

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায়  করোনায় মৃত্যু-২

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনা আক্রান্ত হয়ে সিলেট জেলার আরও ২জনের মৃত্যু হয়েছে। এসময় ১১০ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪.৫৫ ভাগ।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৫ জন ও ওসমানী হাসপাতালের ৮ জন, সুনামগঞ্জ জেলার ২জন ও মৌলভীবাজার জেলার ১জন। এই ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন সিলেট জেলার ১৮ জন। 
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
প্রতিবেদনে বলা হয়, নতুন দুজন নিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ২৪৭ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন মোট ৬৭ হাজার ৫২৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৭৫৮ জন।
সিলেটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি অনুসরণ, ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার ও হাত সাবান পানি দিয়ে ধোয়া উচিত।