সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার আরও খবর

সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার আরও খবর

 সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার আরও খবর খবর পাওয়া গেছে। নিচে তা’ পত্রস্থ করা হলো ঃ-
সিলেট সদর উপজেলা ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প-২ এর চতুর্থ পর্যায়ে সিলেট সদর উপজেলায় ৪৪টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হয়েছে। গত বুধবার সকালে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী অফিসার নুসরাত আজমেরি হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ।
জৈন্তাপুর ঃ জৈন্তাপুর থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জৈন্তাপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণি) ’র মুক্তকরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে চারিকাটা ইউনিয়নের বনপাড়া গ্রামে ৪র্থ ধাপে  আশ্রয়ন প্রকল্পের ঘর উদ্বোধন ও ৩২জন উপকারভোগীর মধ্যে দলিল হস্তান্তর করা হয়েছে। 

গত বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্যান্য উপজেলার মতো জৈন্তাপুর উপজেলায় শেষ ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে আশ্রয়ন প্রকল্পের ঘর উদ্বোধন করেন। আশ্রয়ন প্রকল্পের ঘর উদ্বোধন পরবর্তী জৈন্তাপুর উপজেলায় শেষ ধাপে উপকার ভোগীদের মধ্যে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠান এবং চারিকাটা ইউপিতে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক, জৈন্তিয়া ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, সুলতান করিম ও কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভূইয়া, প্রমুখ। 
ফেঞ্চুগঞ্জ ঃ ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ফেঞ্চুগঞ্জকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার দেশের ৭টি জেলার ১৫৯টি উপজেলাকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলায় শেষধাপে ১২টি পরিবারকে ভূমি ও গৃহ হস্তান্তরের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন মুক্ত হলো এ উপজেলা।
প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল ঘোষণা শেষে ফেঞ্চুগঞ্জ উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
কানাইঘাট ঃ কানাইঘাট থেকে নিজস্ব সংবাদদাতা জানান, কানাইঘাট উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাইঘাটে মুজিববর্ষে ৪র্থ ধাপে উপহারের  ১৮টি পরিবার ঘর পাওয়ায় এ ঘোষণা দেয়া হয়। গত বুধবার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্যান্য উপজেলার মতো কানাইঘাটে ৪র্থ পর্যায়ে জমিসহ গৃহ হাস্তান্তর কার্যক্রমের উদ্বোধন ও কানাইঘাটকে গৃহহীন-ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 
এ উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
কোম্পানীগঞ্জ ঃ কোম্পানীগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, কোম্পানীগঞ্জে আশ্রয়ন প্রকল্পের আওতায় (৩য় ও ৪র্থ ধাপ) ৩৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। গত বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশের ভূমিহীন-গৃহহীনদের দুই শতক জমিসহ আধাপাকা ঘরের চাবি বুঝিয়ে দেন।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করেন।
এ সময় কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
গোলাপগঞ্জ ঃ গোলাপগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গোলাপগঞ্জে প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ন প্রকল্পের নবনির্মিত ঘরে ঠাঁই হলো ৩২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের। 
গোলাপগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপে নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লুটন, ইউপি চেয়ারম্যান আব্দুল হানিফ খান ও সৈয়দ হাসিন আহমদ মিন্টু প্রমুখ। 
বিশ্বম্ভরপুর ঃ বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ জেলার প্রথম উপজেলা হিসেবে বিশ্বম্ভরপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করেছেন। গত বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ভার্চ্যুয়ালি জাতীয় পর্যায় থেকে দেশের অন্যান্য উপজেলার ন্যায় সুনামগঞ্জ জেলার ১ম উপজেলা হিসেবে বিশ্বম্ভপুর উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করেন।
শান্তিগঞ্জ ঃ শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, শান্তিগঞ্জে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন আরো ৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার সকালে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন। 
শান্তিগঞ্জের এফবিআই বিডিভির হলরুমে ঘর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি। 
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
তাহিরপুর ঃ তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, তাহিরপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আশ্রয়ন-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ে স্বপ্নের সেমি পাকা ঘর পেলো আরও ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। গত বুধবার উপকারভোগী পরিবারের কাছে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রম ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
দোয়ারাবাজার ঃ দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, সারা দেশের ন্যায় দোয়ারাবাজারেও চতুর্থ পর্যায়ে স্বপ্নের ঠিকানা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৮৮টি ভূমি ও গৃহহীন পরিবার। গত বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণকালে উপজেলা অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ মের্শেদ মিশু, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, থানার ওসি দেবদুলাল ধর প্রমুখ।
নবীগঞ্জ ঃ নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গত বুধবার সকালে ঘরের চাবি ও দলিল হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এসময় ২৭০টি পরিবারের মধ্যে দলিল হস্তান্তর করেন হবিগঞ্জ জেলা এডিসি মিলু চৌধুরী। 
চুনারুঘাট ঃ চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলার ন্যায় চুনারুঘাট উপজেলার ৯৭টি পরিবারের কাছে গৃহসমূহের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।