সিলেট বিভাগীয় শ্রীমদ্ভাগবত  গীতা পাঠ আজ 

সিলেট বিভাগীয় শ্রীমদ্ভাগবত  গীতা পাঠ আজ 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতার সিলেট বিভাগীয় প্রতিযোগিতা আজ শুক্রবার নগরীর মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হবে। 

প্রতিযোগিতায় সিলেট বিভাগের চার জেলার নির্বাচিত প্রতিযোগীরা অংশ নিবেন। দুইটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তৃতীয় থেকে সপ্তম শ্রেণী ‘ক’ বিভাগে শ্রীমদ্ভগবদ গীতা’র ৩য় ও ৪র্থ অধ্যায়, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি ‘খ’ বিভাগে ৫ম ও ৬ষ্ঠ অধ্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী নিরাজ কুমার জায়সওয়াল। 
এতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃতুঞ্জয় ধর ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য।  
উল্লেখ্য, প্রথমে থানা পর্যায়ে, পরবর্তিতে জেলা পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগিরা বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।  বিজ্ঞপ্তি